বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম বাংলাদেশে আসছেন তিনি। তবে প্রতিবার খেলার জন্য আসলেও এবার আসছেন বন্ধুর আমন্ত্রণ রক্ষা করতে৷
জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব গাজী ট্যাঙ্কের মালিক লুৎফর রহমান শচীনের ভালো বন্ধু। লুৎফর গত বছর গাজী ট্যাঙ্ক দলটি কেনেন৷ দলের নাম বদলে 'লিজেন্ডস অব রূপগঞ্জ' রাখার আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর কাছে৷ অবশেষে লুৎফরকে দলের নাম বদলের অনুমতি দিয়েছে বোর্ড৷ সেই নাম বদল অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে লিটল মাস্টারের। উল্লেখ্য, বাংলাদেশের মীরপুরেই জীবনের শততম সেঞ্চুরি করে নজির গড়েছিলেন শচীন।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ