আমেরিকান ফুটবল হিসেবে পরিচিত রাগবি খেলায় এক মুসলিম খেলোয়াড় জয়ের আনন্দে মাঠে সেজদা দেওয়ায় ১৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
কানসাস সিটি চিফস দলের খেলোয়াড় হুসাইন আবদুল্লাহ এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। তার বিরুদ্ধে জয় উদ্যাপনের আইন ভঙ্গের অভিযোগ এনে এ শাস্তি দেওয়া হয়েছে। আমেরিকান ফুটবল লিগের 'মাত্রাতিরিক্ত উদ্যাপন' আইন অনুযায়ী মাঠে কেউ ধর্মীয় আচরণ দেখাতে পারে না। ফলে কর্তৃপক্ষ হুসাইন আবদুল্লাহকেও ছাড় দেয়নি।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টার পত্রিকাকে হুসাইন আবদুল্লাহ বলেন, 'মাঠে আমার যখন কোনো সফলতা আসে, তখন আমি মাঠের শেষ প্রান্তে গিয়ে মাটিতে মাথা দিয়ে সৃষ্টিকর্তার সামনে অবনমিত হই।'
এদিকে হুসাইন আবদুল্লাহকে শাস্তি দেওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিতর্ক শুরু হয়েছে। আমেরিকান ফুটবল লিগ কর্তৃপক্ষের এমন রক্ষণশীল আইনের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেছেন। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ