কলকাতা গেলেন ফুটবলে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ক্রিকেটে আইপিএলের আদলে এবার ভারতে ফুটবলে ইন্ডিয়ান সুপার লিগ (আইসিএল) অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ফুটবলে বেশ ক'জন সাবেক তারকারা এ লিগে অংশ নিচ্ছেন। মামুনুল খেলবেন সৌরভের দল অ্যাটলেটিকো ডি কলকাতায়।
ঢাকায় এসে কলকাতার কর্মকর্তারা মামুনুলের সঙ্গে চুক্তি করে যান। আরও আগেই তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু এশিয়ান গেমসে খেলতে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। ঢাকায় এসে তিনি যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও ভিসা না মেলাতে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ভারতীয় দূতাবাস থেকে ভিসা পেলে গতকালই মামুনুল কলকাতা যান।
শুরু থেকে অ্যাটলেটিক্সে দলে অনুশীলনে যোগ দিতে না পারলেও মামুনুল বলেন, এ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ তাদেরকে আমি টেলিফোনে জানিয়েছি ভিসা পেতে সমস্যা হচ্ছে। এশিয়ান গেমসে থাকায় স্পেনে অ্যাটলেটিক্সে মাদ্রিদে কলকাতার দলের জন্য বিশেষ প্রশিক্ষণেরও তিনি যোগ দিতে পারেননি।
এক্ষেত্রে মামুনুল বলেন, এখানে আমার কিছু করার নেই। দেশের খেলা ফেলেতো আর যেতে পারি না। ১২ অক্টোবর কলকাতা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই সিটি এএফসির সঙ্গে। শুরু থেকে মামুনুল মাঠে নামবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ১৪/ সালাহ উদ্দীন