২৯ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা উঠছে। উদ্বোধনী দিনেই সিলেটে বাংলাদেশ গ্রুপ পর্ব লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। পরের ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে। ১৫ কোটি টাকা ব্যয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আগের দুই আসর অনুষ্ঠিত হয় ৯৬ ও ৯৯ সালে। প্রথম আসরে জাতীয় দল অংশ নেয়নি। লিগ টেবিলে শীর্ষে থাকা মোহামেডান, আবাহনী ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংস্থা মাঠে নামে। মোহামেডান ও আবাহনী দু’দলই সেমিফাইনাল খেলার যোগ্যতা পেয়েছিল। বাংলাদেশের ফুটবলের মান এত নিচে নেমে গেছে যে এখন সেমিফাইনাল খেলাটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় সেমিতে যেতে যেন সমস্যা না হয় সেদিকে গুরুত্ব দিয়ে বাফুফে লটারির বদলে নিজেদের ইচ্ছামত গ্রুপিং নির্ধারণ করেছে। সে হিসেবে বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরকে এক গ্রুপে রাখা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ লড়বে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। বাফুফের চিন্তা মালয়েশিয়া না হোক অন্তত শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল যেতে পারবে বাংলাদেশ। কেমন ফলাফল হবে তা জানানোর জন্য জাতীয় দল সংবাদ সম্মেলনের আয়োজন করে। কোচ লোডডিক ক্রুইফ, ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ক্রুইফ বলেন, আমি সালাউদ্দিন ও তাবিথ আউয়ালের অনুরোধ ফেলতে পারেনি বলে স্বল্পদিনের হলেও বঙ্গবন্ধু কাপে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছি। ঢাকায় এসে খেলোয়াড়দের বুঝানোর চেষ্টা করেছি বঙ্গবন্ধু কাপ খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এখানে তোমাদের ভালো খেলতেই হবে। প্রশিক্ষণ মাঠে গিয়ে খেলোয়াড়দের ফিট মনে হয়েছে। এটা যেকোনো দলের জন্য ভালো দিক। আমি না থাকলেও ছেলেরা তিন মাসের বেশি সময় ধরে অনুশীলন করেছে। আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু কাপ যে মানের টুর্নামেন্ট তাতে এ প্রস্তুতি যথেষ্ট। ভালো খেলতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলা সম্ভব। ক্রুইফ বলেন, আমার প্রথম লক্ষ্য সেমি তারপর ফাইনাল। তবে প্রতিপক্ষকে ছোট করে দেখার উপায় নেই। মালয়েশিয়া যথেষ্ট শক্তিশালী দল। শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলবে না। সুতরাং ঘরের মাটিতে হলেও বাংলাদেশকে সতর্ক হয়ে খেলতে হবে। অধিনায়ক মামুনুল বলেন, যে কোনো সময়ের চেয়ে ফুটবল এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। আগের মতো বসে থাকতে হচ্ছে না, হয় ম্যাচ না হয় খেলোয়াড়রা অনুশীলনে রয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু কাপের জন্য আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। বাংলাদেশ এখন যেকোনো দলের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে প্রস্তুত। বঙ্গবন্ধু কাপ আমাদের নিজস্ব টুর্নামেন্ট-এখানে ভালো করতেই হবে। আমার বিশ্বাস ঘরের মাটিতে দর্শকদের হতাশ করব না। জান-প্রাণ দিয়ে লড়ব। মামুনুল বলেন, দীর্ঘদিন ধরে ফুটবলে সাফল্য আসছে না। আমরা তাই বঙ্গবন্ধু কাপকে বড় টার্গেট হিসেবে নিয়েছি। টুর্নামেন্টকে জমিয়ে রাখতে হলে বাংলাদেশকে ভালো খেলতে হবে। প্রথম টার্গেট আমাদের সেমিফাইনাল। এরপর ফাইনাল। মামুনুল বলেন, সেমিতে গেলেই দলের গতি আরও বেড়ে যাবে। সে ক্ষেত্রে প্রতিপক্ষ যে দলই হোক ফাইনাল খেলাটা কঠিন কিছু হবে না। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, দলের প্রস্তুতি ভালোই হয়েছে। আশা করি দর্শকদের হতাশ করব না। সেমিফাইনাল খেলতে পারলে ফুটবলারদের সাহস আরও বেড়ে যাবে। এতে করে আশা করা যায় আমরা ফাইনালেও যেতে পারব। সংবাদ সম্মেলনে বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও টিম লিডার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচে জাতীয় দল ২-০ গোলে আবাহনীর কাছে হেরে যায়। কাল আবার শেখ জামালকে ৩-১ গোলে পরাজিত করে। বিজয়ী দলের এমিলি ২, আরেকটি গোল আসে আত্মঘাতী থেকে। বিজিত দলের সান্ত্বনাসূচক গোলটি দেন লিওনেল। উল্লেখ শেখ জামালের ১৪ জন ফুটবলারই জাতীয় দলের ক্যাম্পে রয়েছে। তাই একেবারে দুর্বল দল নিয়ে মাঠে নেমেছিল পেশাদার লিগ চ্যাম্পিয়নরা।
চূড়ান্ত স্কোয়াড
লিটন, হিমেল, সোহেল, ইয়াসিন, তপু বর্মণ, নাসির, নাসির (ছোট), রায়হান, ইয়ামিন মুন্না, সোহেল রানা, রনি, মিঠুন, কমল, শাহেদ, জাহিদ, মামুনুল, জামাল ভূঁঞা, মিশু, ওয়াহেদ, তকলিশ, হেমন্ত, এমিলি ও রাজু
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
মামুনুলদের টার্গেট সেমিফাইনাল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর