আর্জেন্টিনার ‘মিডফিল্ড জেনারেল’ জুয়ান রোমান রিকুয়েমে এবার সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন। ২০০৮ সালে অভিমান করে জাতীয় দল থেকে অবসর নিলেও বোকা জুনিয়র্সের হয়ে খেলা চালিয়ে যান ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন এ প্লেমেকার।
এতোদিন ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে গেলেও এবার রিকুয়েমে তার বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন। অবসর প্রসঙ্গে বার্সেলোনার সাবেক এ তারকা বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের মাঠে আর নামব না। এখন থেকে আমি শুধুই ফুটবলের দর্শক। তিনি আরও বলেন, আমি আমার ফুটবল ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। আমি সব সময় আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। বোকা জুনিয়র্স, বার্সেলোনা, ভিলারিয়াল আর আমার প্রিয় আর্জেন্টিনা জাতীয় দলে খেলে আমি গর্বিত।
ফুটবল ছেড়ে কি করতে চাচ্ছেন এমন প্রশ্নের জবাবে রিকুয়েমে বলেন, ফুটবল থেকে বিদায় নিলেও তা আমার মনের এক কোণে পড়ে থাকবে। ছেলে-মেয়ে আর পরিবারকে সময় দিয়ে আমি আমার অবসর জীবন পার করতে চাই। আজ রবিবার থেকে আমার ফুটবল জীবনের ইতি টানছি, আর নতুন জীবনের শুরু করতে যাচ্ছি।
আর্জেন্টাইন সাবেক এ তারকা জাতীয় দলের জার্সি গায়ে ১৯৯৭-২০০৮ সাল পর্যন্ত খেলেছেন ৫১ ম্যাচ। বার্সার হয়ে মাঠে নেমেছিলেন ৩০ ম্যাচ, যেখানে ভিলারিয়ালের হয়ে খেলেছেন ১০০টি ম্যাচ। আর দুই ধাপে বোকা জুনিয়র্সের হয়ে রিকুয়েমে খেলেছেন ৩১৬টি ম্যাচ।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি, ২০১৫/ রশিদা