ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশ্কা শর্মার মধ্য সম্পর্ক সবারই কম-বেশি জানা। কিন্তু এ সম্পর্ককে আপাতত শীতল রাখার কথা বলছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই।
দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও এখন অবশ্য খোলাখুলিভাবেই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় কোহলি ও অনুশ্কা শর্মাকে। প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোলাগা এবং ভালোবাসার প্রদর্শন করতেও এখন পিছপা হন না তারা।
আর এখানেই আপত্তি বিসিসিআই-এর। বোর্ড নির্দেশ দিয়ে বলেছে, আপাতত অনুশ্কার সঙ্গে এই মেলামেশা ও ঘোরাঘুরিতে রাশ টানতে হবে বিরাটকে। সুতরাং, আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত এই প্রেমিক যুগলের ‘বিরহবেলা’ কাটাতে হবে।
অনুশ্কার সঙ্গে বিরাটকে দুরত্ব রেখে চলার নির্দেশ দিয়ে বিসিসিআই-এর মুখপাত্র জানিয়েছেন, ‘এটা শুধু বিরাট বলে নয়, সমস্ত খেলোয়ারের ক্ষেত্রেই। যাতে খেলোয়াড়দের ক্ষেত্রে কোনভাবেই মন অন্যদিকে না যায় তার জন্য বড় বড় টুর্নামেন্টের সময় এই নিয়মটি মানা হয়।’
বিসিসিআই-এর অন্যান্য আধিকারিকদের যুক্তি ‘তা বলে ক্রিকেটারদের স্ত্রী বা বান্ধবী মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না এমনটা কখনই নয়। আসলে বোর্ড চায় না খেলার সময়ে পারিবারিক বিষয়ে মাথা ঘামিয়ে মনোসংযোগ নষ্ট করুক খেলোয়াড়রা, তাই একটু কড়াকড়ি।’
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব