বিশ্বকাপ ফুলবলে দেখা মেলে খেলোয়াড়দের চুলের স্টাইল নানা ঢঙে সাজানোর প্রচেষ্টা। রোনালদো-নেইমারের কথা সবারই জানা। আগামী মাসে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। তাই ফুটবলের মতো চুলের স্টাইলে পরিবর্তন আনবেন অনেক তারকা ক্রিকেটারই। যেমন কিছুদিন রোনালদোর স্টাইলে চুল কাটিং করেছেন পাকিস্তানের উমর আকমল।
এদিক থেকে কেন পিছিয়ে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি তিনিও চুলের নতুন ছাঁট দিয়েছেন।আর চুলের নতুন স্টাইলের ছবি তুলে বিশ্বসেরা এ অলরাউন্ডার পোস্ট করেছেন তার ফেসবুকে পেজে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলতে আগ থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব