এইতো কিছুদিন আগে বলের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ফিলিপ হিউজ। এই দুঃস্মৃতি কাটতে না কাটতে আবারও বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু। তবে এবার অস্ট্রেলিয়ার নন, ঘাতক বলের আঘাতে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানি ক্রিকেটার জিশান মোহাম্মদের। উদীয়মান এই ক্রিকেটারের বয়স মাত্র ১৮ বছর।
জানা গেছে, ওরাঞ্জি শহরে একটি ক্রিকেট ম্যাচে খেলছিলেন জিশান মোহাম্মদ। হঠাৎ প্রতিপক্ষের বোলারের একটি বাউন্স আঘাত হানে জিশানের বুকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে বন্ধ হয়ে যায় তার হৃদক্রিয়া।
এরপর দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় জিসানকে। কিন্তু ডাক্তার তাকে ‘মৃত’ বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব