কয়েক দিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক তার কলামে লিখেছিলেন, বিশ্বকাপে পাকিস্তান যে কয়বার ভারতের সঙ্গে হেরেছে, প্রতিবারই চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে তাদের দল অনেক শক্তিশালী ছিল। তারপরেও কিভাবে যেন তারা হেরে গেছেন। দুই একটি কারণ উল্লেখ করলেও ঠিক কী জন্য বার বার এমনটা হচ্ছে তা তিনি নিজেও জানেন না। তবে ইনজি জোর দিয়ে বলেছিলেন, এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ভারতকে চমকে দেবে পাকিস্তান।-ইনজামামের এমন কথায় আশান্বিত হয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। মিসবাহ্র নেতৃত্বের এবারের দলটা সত্যিই চমৎকার। ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ক্রিকেটাররা মানসিকভাবেও প্রস্তুত। কিন্তু গতকাল হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফররত পাক ক্রিকেটাররা বিশ্বকাপের চেয়ে বেশি মনোযোগী হয়ে পড়েন বোর্ডের সঙ্গে চুক্তি নবায়নের আন্দোলন নিয়ে। বোর্ড হঠাৎ ক্রিকেটারদের চুক্তির মেয়াদ তিন মাস বাড়িয়ে দেয়। কিন্তু ক্রিকেটারদের দাবি, চুক্তি নতুন করে নবায়ন করা হোক। তা না হলে বিশ্বকাপে খারাপ করলে অনেকে কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ পড়তে পারেন। এমন পরিস্থিতির পর কী ক্রিকেটারদের মনোযোগ আর ক্রিকেটের দিকে থাকবে? ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে এমন পরিস্থিতি তৈরি করার জন্য সমর্থকরা হতাশ। তারা স্যোশাল মিডিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুণ্ডুপাতও করছেন নানারকম মন্তব্য করে।
অধিনায়ক মিসবাহ্-উল হকের নেতৃত্বে পুরো দলই একাট্টা হয়েছে। দলীয় ম্যানেজার নাভিদ আকরাম চিমাকে নিজেদের অবস্থানের কথা পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছেন ক্রিকেটাররা। নতুন চুক্তিপত্রে কেউ স্বাক্ষর করবেন না বলেও জানিয়েছেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।