কোনোরকম সমস্যা ছাড়াই ব্রিসবেন পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় সকাল ১০টায় অনুশীলনে নামবেন মাশরাফিরা। অনুশীলন করবেন ব্রিসবেনের অ্যালান বোর্ডার ওভাল গ্রাউন্ডে। এখানেই ১ ও ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আজ দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন সহ অধিনায়ক সাকিব আল হাসান। যোগ দিবেন ট্রেনার মারিও ভিলাভারায়নও। তামিম ইকবাল ঢাকা ছেড়েছেন রবিবার রাতে। মেলবোর্নে ডা. ডেভিড ইয়াংয়ের কাছে বাঁ হাঁটুর অস্ত্রোপচার করেছিলেন মেলবোর্নে। সেখানে তিনি একটি ইনজেকশন নিবেন। এরপর ২৯ জানুয়ারি ব্রিসবেনে ক্যাম্পে যোগ দিবেন বাঁ হাতি ড্যাসিং ওপেনার। বিশ্বকাপ মিশনে শনিবার রাতে ঢাকা ছাড়ে টাইগাররা। বিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি এবং টাইগারদের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আফগানিস্তান। ক্রিকেট মহাযজ্ঞের মূল আসর শুরুর আগে আরও দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। অফিসিয়াল ম্যাচ দুটি খেলতে মাশরাফি বাহিনী ৭ ফেব্রুয়ারি ব্রিসবেন ছেড়ে সিডনি যাবেন। শনিবার ঢাকা ছাড়ার পর ক্রিকেটারদের আড়াই ঘণ্টা ট্রানজিট ছিল দুবাই। সেখান থেকে পরবর্তীতে চলে যান ব্রিসবেন। যাবার পথে দলের একটি লাগেজ মিসিং হয়েছে। সেটা অবশ্য কাল রাতেই পেয়ে যাওয়ার কথা। ব্রিসবেন ক্রিকেটাররা পৌঁছায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। ব্রিসবেন থেকে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ফোনে বলেন, 'ব্রিসবেন পৌঁছাতে কোনো সমস্যা হয়নি ক্রিকেটারদের। সবাই সুস্থ আছেন। আগামীকাল (আজ) সকালে অনুশীলন করবে।' ব্রিসবেনে ক্রিকেটাররা উঠেছেন ওঙ্ চার্লোট টাওয়ার্সে। ব্রিসবেনের দুই সপ্তাহের ক্যাম্পের খরচ পুরোটাই বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তান, ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৫ মার্চ স্কটল্যান্ড, ৯ মার্চ ইংল্যান্ড ও ১৩ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে ক্রিকেট দলকে গ্রুপের সেরা চারে থাকতে হবে।