কয়েক দিন আগে একসঙ্গে ক্রিকেটের তিন টেস্ট, ওয়ানডে ও টি-২০র র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। সেটি ছিল ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটনা। এছাড়াও অনেক কীর্তি রয়েছে সাকিবের। কিন্তু এর আগে ২০০৭, ২০১১-এ দুই বিশ্বকাপে অংশ নিয়ে আহামরি কোনো সাফল্য পাননি তিনি। তবে এবার পুরনো ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন করে শুরু করতে চান সাকিব আল হাসান। হয়তো সে কারণেই বিশ্বকাপের আগে নিচের চুলের স্টাইলও পরিবর্তন করেছেন সাকিব। গতকাল তার ফেসবুক ফ্যানপেজে একটা ছবি দিয়ে লিখেছেন, 'মাই নিউ লুক'।
গতকাল বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছেছে। কিন্তু সাকিব বিগ ব্যাশ খেলতে আগেই অস্ট্রেলিয়ায় গেছেন।