উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছেন ২০১০ সালে। চার বছর আগে তিনি অস্ট্রেলিয়া ওপেন এবং উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল খেলেছেন। সেবার অবশ্য ইউএস ওপেনে সেমিফাইনালও খেলেছিলেন ভেনাস উইলিয়ামস। চার বছর পর আবারও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শেষ আটে পৌঁছলেন ভেনাস উইলিয়ামস। গতকাল তিনি চতুর্থ রাউন্ডে মেয়েদের এককের ষষ্ঠ বাছাই পোলিশ তরুণী অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কাকে ৬-৩, ২-৬, ৬-১ গেমে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে ভেনাস মুখোমুখি হচ্ছেন স্বদেশি ম্যাডিসন কেইসের। অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের এককের শীর্ষ বাছাই উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনাও শেষ আট নিশ্চিত করেছেন। তিনি গতকাল চতুর্থ রাউন্ডে স্পেনের গারবিনকে ২-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন। শেষ আটে সেরেনা মুখোমুখি হচ্ছেন চিবুলকভার।