দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন হুয়ান রোমান রিকুয়েলমে। যদিও ক্যারিয়ারের বেশিরভাগ সময় তাকে থাকতে হয়েছে জাতীয় দলের বাইরেই। কখনো বিতর্কে জড়িয়ে। আবার কখনো কোচদের অবহেলায়। তবে ক্লাব ক্যারিয়ারে তিনি বার্সেলোনা, বোকা জুনিয়র্স এবং ভিলালিয়ালে ছিলেন সফল একজন মিডফিল্ডার। আর্জেন্টিনার জার্সিতে ৫১ ম্যাচে ১৭ গোল করা রিকুয়েলমে এবার ফুটবলকে বিদায় জানালেন। বোকা জুনিয়র্স থেকে গত বছরই তিনি যোগ দিয়েছিলেন আর্জেন্টিনা জুনিয়র্সে। এখান থেকেই ৩৬ বছরের এ আর্জেন্টাইন গ্রেট ফুটবলকে বিদায় জানালেন। সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, 'আমি ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি কেবলই ফুটবলের একজন ভক্ত।' আর্জেন্টিনার জার্সিতে রিকুয়েলমে ১৯৯৭ সালে জয় করেছেন ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। জয় করেছেন ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণও। চারবার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে ৫ বার আর্জেন্টিনা প্রিমেরা ডিভিশনের শিরোপা জিতেছেন। ল্যাটিন ফুটবলের সেরা আসর কোপা লিবারতেদরস জয় করেছেন তিনবার।