বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকাকে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ। বিশ্বের তিন নম্বর তারকা নাদালকে ৬-২, ৬-০, ৭-৬ গেমে হারান সার্বিয়ান বার্দিচ।
নাদালের বিপক্ষে টানা ১৭ হারের পর এই প্রথম জয়ের দেখা পেলেন টুর্নামেন্টের সপ্তম বাছাই বের্দিচ। এর আগে ২০০৬ সালে মাদ্রিদের এটিপি মাস্টার্সে নাদালের বিপক্ষে শেষ জিতেছিলেন তিনি।
অঘটনের শিকার হলেও হারের পেছনে কোনো শারীরিক সমস্যার অজুহাত দেখাননি নাদাল। ম্যাচ শেষে বলেন, “দিনটা আমার ছিল না।” তবে কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে ওঠাও খারাপ ফল নয় বলে উল্লেখ করেন ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ