বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। আজ কোয়ার্টার ফাইনালে কানাডিয়ান তারকা ইউজেনি বুচার্ডকে সরাসরি সেটে ৬-৩, ৬-২ গেমে হারান টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শারাপোভা। এজন্য তিনি সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ১৮ মিনিট। খবর বিবিসির
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় রুশ এ তারকা বলেন, 'আমি শুরুটা ভালো করতে চেয়েছিলাম। একইসঙ্গে পুরো ম্যাচে আমি ফোকাস ধরে রাখতে চেয়েছিলাম। এখন আনন্দে ভাসছি। সব কিছুই মনের মতো হচ্ছে।'
এদিকে, ফাইনালে উঠার পথে সেমিফাইনালে শারাপোভা মুখোমুখি হবেন স্বদেশি ইকাতেরিনা মাকারোভার বিপক্ষে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ