ব্রিটিশ নাম্বার ওয়ান তারকা খেলোয়াড় অ্যান্ডি মারে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন। হোম ফেভারিট নিক কিরজিওসকে আজ কোয়ার্টারফাইনালে ৬-৩, ৭-৬ [৭-৫[, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই মারে। এর ফলে টুর্নামেন্টের এক সেমিফাইনালে বৃহস্পতিবার চেক রিপাবলিকের টমাচ বারদিচের মুখোমুখি হচ্ছেন তিনি। অপর এক কোয়ার্টারফাইনালে বারদিচ বিশ্বের তিন নম্বর তারকা রাফায়েল নাদালকে ৬-২, ৬-০, ৭-৬ গেমে হারান সপ্তম বাছাই বারদিচ। খবর বিবিসির
২৭ বছর বয়সী মারে এ নিয়ে পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন। আর সব মিলিয়ে মোট ১৫বার গ্রান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন।
এদিকে, ২৯ বছর ও ২৮০ দিন বয়সী অস্ট্রেলিয়ান নিক কিরজিওস দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠার বাসনা নিয়ে মারের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। তবে শেষ পর্যন্ত মারের চমৎকার পারফরম্যান্সে তা করতে ব্যর্থ হয়েছেন তিনি। এর আগে সুইডিশ ম্যাটস ওয়াইল্যান্ডার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৯৮৩ সালে [মাত্র ১৯ বছর ১১১ দিন] টুর্নামেন্টের এক সেমিফাইনালে উঠেছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ