ব্যাটসম্যানদের তাণ্ডবের পর ঢাকা বিভাগের বোলারদের রোষানলে পড়ে তিনদিনেই বিশাল ব্যবধানে হেরে গেল বরিশাল বিভাগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংস ও ৪১৩ রানের বিশাল জয় তুলে নিল ঢাকা। ডাবল সেঞ্চুরি করায় ম্যাচ সেরার পুরস্কার উঠেছে রনি তালুকদারের হাতেই।
কাল তাইবুর রহমানের সেঞ্চুরি পূরণ হওয়ার পর ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে বরিশালের ১৩৯ রানের জবাবে ৫ উইকেটে ৬৫১ রান করেন ঢাকা। ৫১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। মাত্র ২২ রানে ৬ উইকেট নিয়েছেন ঢাকার বোলার শুভাগত হোম। ৩ উইকেট নিয়েছেন শাহাদৎ হোসেন। ঢাকার বোলারদের তাণ্ডবের মুখে ২৯.৪ ওভারেই অলআউট হয়ে যায় বরিশাল।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা মেট্রোর বিরুদ্ধে হারের মুখে রাজশাহী। প্রথম ইনিংসে ৩০২ রানের পর দ্বিতীয় ইনিংসে কাল মেহেরাব হোসেনের সেঞ্চুরিতে ৩৭৫ রান করে মেট্রো। ৬ উইকেট নিয়েছেন রাজশাহীর স্পিনার সাকলাইন সজীব। ৪৬০ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০১ রান করতেই ৬ উইকেট হারিয়েছে রাজশাহী। মেট্রোর বোলার সৈকত আলী নিয়েছেন ৪ উইকেট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিরুদ্ধে এগিয়ে রয়েছে রংপুর বিভাগ। ওপেনার লিটন কুমারের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫৭ রান করে ইনিংস ঘোষণা করে রংপুর। ৪২০ রানের টার্গেটে খেলতে নেমে ৮৩ রান করতেই ৩ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। সিলেটের বিরুদ্ধে জয়ের পথে খুলনা বিভাগ। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে সিলেট। ১৩৭ রান করতেই ৭ উইকেট হারিয়েছে তারা। খুলনার প্রথম ইনিংসের চেয়ে এখনো তারা ২১৫ রান পিছিয়ে।