লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার চেয়ে পয়েন্ট তালিকায় বেশ খানিকটা পিছনেই পরে আছে। তবে কোপা দেল রে কাপে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অবশ্য শেষ আটে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায় বিপদেই আছে রোজি ব্ল্যাঙ্কোসরা। কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ভয় নিয়েই আজ নিজেদের মাঠ ভিসেন্ট ক্যালডেরনে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে জয় পাওয়ায় আজ বার্সেলোনার ড্র হলেই হয়। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে অন্তত ২-০ গোলে জিততে হবে। লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। একের পর এক ম্যাজিক উপহার দিয়েই চলেছেন তিনি ভক্তদের। চলতি বছরে করেছেন ৫ ম্যাচে ৮ গোল। এসিস্ট করেছেন আরও পাঁচটা গোলে। সবমিলিয়ে লিওনেল মেসি আছেন সেরা ছন্দে। এমন মেসিকে রুখতে দিয়েগো সিমিওনের পরিকল্পনা নিশ্চয়ই আছে। তবে ফর্মে আছেন তো ব্রাজিলিয়ান তারকা নেইমারও। এমনকি বার্সেলোনার মিডফিল্ডও এখন দুর্দান্ত। ডিফেন্স লাইনও সংরক্ষিত। এমন দুর্দান্ত বার্সেলোনাকে হারানোর জন্য নতুন মন্ত্রই জপতে হবে দিয়েগো সিমিওনেকে।