আসন্ন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সেরা স্পিনার সুনিল নারাইন নিজেকে সরিয়ে নিলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। বোলিং অ্যাকশন এখনও শোধরাতে না পারায় তার বিশ্বকাপ খেলা নিয়ে আগেই আশঙ্কা দেখা দিয়েছিল। এবার তা বাস্তব রূপ পেল।
এদিকে, দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার ডোয়াইন ব্রাভো এবং কাইরন পোলার্ড না থাকায় বলা যায় অনেকটা কঠিন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন।
ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি২০ চলাকালীন কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলার সময় সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন এবং ফাইনালের জন্য নিষিদ্ধও হয়েছিলেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডই নারাইনকে দেশে ডেকে নিয়ে তার জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের আয়োজন করে। অদ্যাবদী তার রিহ্যাব চলছিল। এরই ফাঁকে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয় সুনিল নারাইনকে।
গত বিশ্বকাপেই উত্থান ঘটে রহস্যময় স্পিনার সুনিল নারাইনের। এরপর গত চার বছরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন নারাইন। এমনকি র্যাংকিংয়ে শীর্ষেও উঠে আসতে পেরেছিলেন তিনি। এমন একজন বোলার নিজেকে সরিয়ে নেওয়ায় নিশ্চিতভাবেই বড় একটা ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
নিজেকে সরিয়ে নেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউসিবি) যে চিঠি দিয়েছেন নারাইন, সেখানে লিখেছেন- রিহ্যাবিলিটেশনের জন্য আরও সময় লাগবে তার। শুধু তাই নয়, রিহ্যাবের বাকি সময়টা নিজের তত্বাবধানেই থাকতে চান তিনি।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব