অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সুইস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কা টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন। গত বছর ইউএস ওপেনের রানার্সঅাপ জাপানি তারকা খেলোয়াড় কেই নিশিকোরিকে আজ ৬-৩, ৬-৪, ৭-৬ [৬] গেমে হারিয়ে সেমিতে উঠেন ভাভরিঙ্কা। খবর ইন্ডিয়া টুডে'র
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে স্পেনিশ তারকা খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন ভাভরিঙ্কা। শুক্রবার সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ বা কানাডার মিলস রাওনিকের বিরুদ্ধে খেলবেন ভাভরিঙ্কা।
গত বছর ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ভাভরিঙ্কা ও নিশিকোরি। পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ে জাপানি এই উদীয়মান তারকার কাছে হেরেছিলেন ভাভরিঙ্কা।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ২০১৫/শরীফ