অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসে সেমিফাইনালে উঠেছেন সানিয়া মির্জা ও ব্রুনো সোরস জুটি। স্থানীয় জুটি ক্যাসেই দেলাকুয়া ও জন পিয়াসকে সরাসরি সেটে ৬-২, ৬-২ গেমে হারিয়ে সেমিতে পৌঁছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ভারতীয় সানিয়া ও ব্রাজিলিয়ান ব্রুনো জুটি। খবর ইন্ডিয়া টুডে'র
মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত আজকের ম্যাচে শুরুটা বেশ ভালো করেন সানিয়া-ব্রুনো জুটি। প্রতিপক্ষের বিরুদ্ধে দুটি ব্রেক পয়েন্ট পেয়ে মাত্র ২৩ মিনিটেই প্রথম সেট ৬-২ তে জয় করে নেন তারা। আর পরের সেটেও বেশ অাধিপত্য নিয়েই ম্যাচ জিতেন এই দুৃই তারকা।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি ২০১৫/শরীফ