অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আরো চার বছর চুক্তি বাড়ালেন দিয়েগো গডিন। নতুন চুক্তি অনুযায়ী, ২০১৯ সাল পর্যন্ত ভিসেন্তে ক্যালদরনের ক্লাবটিতে থাকছেন উরুগুয়ের এই ডিফেন্ডার।
২০১০ সালে ভিয়ারিয়াল থেকে অ্যাটলেটিকোয় যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির রক্ষভাগের নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন গডিন। এমনকি অ্যাটলেটিকোকে ২০১৩-১৪ মৌসুমে লা লিগার শিরোপা জেতাতে দারুণ অবদান রাখেন তিনি।
সেবার সমীকরণটা এমন ছিল যে, লিগের শেষ ম্যাচে বার্সেলোনার সঙ্গে ড্র করলেই শিরোপা জিতবে অ্যাটলেটিকো। কিন্তু প্রথমার্ধে গোল করে এগিয়ে গিয়েছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধে গডিনের গোলেই সমতায় ফিরেছিল অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে লা লিগার শিরোপাও ঘরে তুলেছিল গডিনের দল।
অ্যাটলেটিকোর জার্সিতে এরই মধ্যে ২১২ ম্যাচ খেলেছেন গডিন। গোলও করেছেন ১৮টি। ক্লাবের হয়ে একটি করে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা ইউরোপা লিগ এবং দুটি উয়েফা সুপার কাপ জিতেছেন ২৯ বছর বয়সি গডিন।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৫/ এস আহমেদ