শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯৩ রান করে অলআউট হয়েছে ভারত।
৬ উইকেটে ৩১৯ রান নিয়ে কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। এদিন ৭৪ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় তারা।
উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৫৬ রান করে আউট হন। ১১৭ বলের ইনিংসটিতে ৬টি চার মারেন তিনি। এ ছাড়া অমিত মিশ্র করেন ২৪ রান।
শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৮১ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট পান ধাম্মিকা প্রসাদ, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দুশমন্ত চামিরা।
ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন মূলত লোকেশ রাহুল, বিরাট কোহলি ও রোহিত শর্মা।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়া রাহুল ম্যাচের প্রথম দিন ১০৮ রান করে আউট হন। অধিনায়ক কোহলি ৭৮ ও রোহিত ৭৯ রান করেন।
গলে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৫/ এস আহমেদ