ব্যাটিংয়ের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিনের মত দ্বিতীয় দিন শেষেও কিছুটা এগিয়ে রয়েছে ভারত। অন্যদিকে কৌশল সিলভার অর্ধশতকের পরও দিনটি নিজেদের করে নিতে পারেনি শ্রীলঙ্কা। ভারতের ৩৯১ রানের জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। ফলে সফরকারীদের থেকে এখনো ২৫৩ রান পিছিয়ে ম্যাথুস বাহিনী।
শুক্রবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে ভারত। উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার অর্ধশতকে ৩৯১ রান করে কোহলি বাহিনী। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৮১ রানে ৪ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পান ধাম্মিকা প্রসাদ, অ্যাঞ্জেলো ম্যাথুস ও দুশমন্ত চামিরা।
ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানেই ফিরে যান ওপেনার দিমুথ কারুনারাত্নে। এরপর সাঙ্গাকারাকে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আরেক ওপেনার কৌশল সিলভা। ক্যারিয়ার শেষ টেস্ট খেলতে নেমে ৩২ রানে আউট হন কুমার সাঙ্গাকারা। রবিচন্দন অশ্বিনের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তীকে। ১১৮ বলে ৮টি চারে ৫১ রানে থামে কৌশল সিলভার ইনিংস। লাহিরু থিরামান্নে ২৮ এবং অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ১৯ নিয়ে শনিবার সকালে আবার ব্যাট করতে নামবেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংস, ৩৯৩/১০, ওভার ১১৪ (রাহুল ১০৮, রোহিত ৭৯, কোহিল ৭৮, সাহা ৫৬; হেরাথ ৪/৮১, ম্যাথুস ২/২৪, চামিরা ২/৭২)
শ্রীলঙ্কা : প্রথম ইনিংস, ১৪০/৩, ওভার ৫৩ (থিরিমান্নে ২৮*, ম্যাথুস ১৯*, সিলভা ৫১; মিশ্র ১/৯, যাদব ১/৩৪)।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৫/মাহবুব