বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালের বাছাই পর্ব খেলছে বাংলাদেশ। বাছাই পর্বে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন মামুনুলরা। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ৩ সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফুটবল লড়াইয়ে নামার আগে মামুনুলরা মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন কুয়ালালামপুরে। ম্যাচটি ২৯ আগস্ট। প্রীতি ম্যাচটির জন্য কাল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলটির আবাসিক ক্যাম্প শুরু ২৩ আগস্ট। প্রাথমিকভাবে জায়গা পাওয়া ফুটবলারদের আগামীকাল দুপুর সাড়ে ৩টায় ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের ১২ জনই মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের। পাঁচ ফুটবলার রানার্স আপ শেখ রাসেল ক্রীড়াচক্রের। তিনজন আবাহনী, দুজন মোহামেডান ও একজন মুক্তিযোদ্ধা সংসদের।
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলছে 'বি' গ্রুপে। গ্রুপের বাকি দল মধ্যপ্রাচ্যের জর্ডান। বাছাই পর্বে দুই ম্যাচে অংশ নিয়ে এক পয়েন্টে পেয়েছে বাংলাদেশ। কিরগিজস্তানের কাছে ১-৩ গোলে হারলেও তাজিকিস্তানের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ম্যাচ দুটিই হয়েছে বাংলাদেশে।
প্রাথমিক স্কোয়াড
মামুনুল ইসলাম মামুন, শহিদুল আলম, রায়হান হাসান, মোহাম্মদ নাসিরউদ্দীন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মন্না, মো. লিঙ্কন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভুইয়া, সোহেল রানা, মোনায়েম খান রাজু, মোহাম্মদ তকলিছ আহম্মেদ, রাসেল মাহমুদ, তপু বর্মণ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আতিকুর রহমান মেশু, জুয়েল রানা, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম নাসির, ইমন আহমেদ, আবদুল মজুমদার কমল ও এনামুল হক।