টিভি ক্যামেরায় দেখাচ্ছিল বিশাল আকারের ব্যানারটি। যেখানে ছিল কুমার সাঙ্গাকারার বড় ছবি- সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন লঙ্কান কিংবদন্তি। পাশে লেখা ছিল- 'অ্যা জেন্টলম্যান বিওন্ড দ্য গেম। থ্যাংক ইউ সাঙ্গাকারা।' ঠিক তখনই ঘটে গেল বিপত্তি। ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনের অফসাইটে টার্ন করা বল ডিফেন্স করতে গিয়ে প্রথম স্লিপে থাকা ফিল্ডার আজিঙ্কা রাহানের ক্যাচে পরিণত হন সাঙ্গাকারা।
পি. সারা ওভালে তখন পিনপতন নীরবতা। ভক্তরা তখন একে অপরের দিকে তাকাচ্ছিলেন। সবাই হয়তো এমন ভাবছিলেন, 'একটু আগে যা দেখলাম তা ভুল। দেখি, অন্যরা কী বলে?' নাহ! সত্যি সত্যিই আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন সাঙ্গাকারা। কিংবদন্তির এভাবে বিদায়টা কেউ কামনা করেননি। যদিও আরও একটি ইনিংস রয়েছে, তারপরও হতাশ ভক্তরা।
গতকাল শুরু থেকে ভালোই খেলছিলেন সাঙ্গাকারা। খুবই স্বাচ্ছন্দ্যে ছিলেন। ভীষণ সতর্কও ছিলেন। ৩২ রান করতেই ৮৬ বল মোকাবিলা করেন। কিন্তু অশ্বিনের ওই বলেই কেমন যেন মনোসংযোগে ব্যাঘাত ঘটে তার। অবশ্য সাঙ্গাকারা যে বলে আউট হয়েছেন, সন্দেহ নেই বলটি অনেক ভালো ছিল। কিন্তু ডিফেন্স করতে গিয়ে সাঙ্গাকারা আউট হবেন এমন ঘটনা খুব কমই ঘটেছে।
তবে সাঙ্গাকারা বড় ইনিংস খেলতে না পারলেও জবাব কিন্তু ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৪০ রান করেছে স্বাগতিকরা। হাফসেঞ্চুরি করেছেন কৌশল সিলভা। এখনো ভারতের চেয়ে ২৫৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তবে হাতে রয়েছে আরও সাত উইকেট।
গতকাল সুবিধা করতে পারেনি ভারতের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। আগের দিনের স্কোরের সঙ্গে মাত্র ৭৪ রান যোগ করতে পেরেছেন তারা। হাফসেঞ্চুরি করেছেন বাংলার ছেলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তিনি ১১৭ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম ইনিংসে ৩৯৩ রানে অলআউট ভারত। এই স্কোরই বা কম কিসে! কিন্তু কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্ট বলে কথা! লঙ্কান ব্যাটসম্যানরা তো আর ছেড়ে কথা বলবেন না!
সংক্ষিপ্ত স্কোর
(দ্বিতীয় দিন শেষে)
ভারত : ৩৯৩/১০ (১১৪ ওভার) (রাহুল ১০৮, রোহিত ৭৯, কোহলি ৭৮, ঋদ্ধিমান ৫৬; হেরাথ ৪/৮১, ম্যাথুজ ২/২৪, চামিরা ২/৭২, প্রসাদ ২/৮৪)।
শ্রীলঙ্কা : ১৪০/৩ (৫৩ ওভার) (সিলভা ৫১, সাঙ্গাকারা ৩২, থিরিমান্নে ২৮*, ম্যাথুজ ১৯*; মিশ্র ১/৯, অশ্বিন ১/৩৭, যাদব ১৩৪)।