বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি মাইকেল ক্লার্ক। আউট হয়েছেন মাত্র ১৫ রান করে। ব্যাটিংয়ে নামার পর থেকেই কেমন যেন নার্ভাস ফিল করছিলেন ক্লার্ক। তবে দেখেশুনে ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু বেন স্টোকসের এক ডেলিভারি সব এলোমেলো করে দেয়। উইকেটরক্ষক বাটলারের ক্যাচে পরিণত হন ক্লার্ক। তবে বল ঠিক ব্যাটে লেগেছিল কি না সন্দেহ ছিল। তাই রিভিউ নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। টিভি আম্পায়ারও আউট সিদ্ধান্তটি বহাল রাখেন। ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাথা নিচু করে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
তবে ক্লার্ক না পারলেও তার সতীর্থরা ঠিকই অসি অধিনায়কের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখার ক্ষেত্রটা প্রস্তুত করছেন। স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮১ রান করেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৭ রান তুলে দিন পার করেছে ইংল্যান্ড। পিছিয়ে আছে ৩৭৪ রানে। এবারের অ্যাশেজ সিরিজে অনুজ্জ্বল অসি ব্যাটসম্যানরা। লর্ডস টেস্টে স্মিথের ডাবল সেঞ্চুরিটি ছাড়া আর বড় কোনো ইনিংস নেই। তবে শেষ টেস্টে এসে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা। যদিও লর্ডসের মতো ওভালেও ব্যাটিং নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। তার ব্যাট থেকেই এসেছে ১৪৩ রান। দুটি ছক্কার পাশাপাশি ১৭টি বাউন্ডারি। অসাধারণ এক ইনিংস। এবার টপ অর্ডারের সঙ্গে লোয়ার অর্ডাররাও দারুণ ব্যাটিং করেছেন। নয় নম্বরে ব্যাট করতে নামা মিচেল স্টার্কও তুলে নিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। গতকাল হাফ সেঞ্চুরি করেছেন ভগসও। তিনি ১৩০ বলে করেছেন ৭৬ রান। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ১৪৬ রানের দারুণ এক পার্টনারশিপ গড়েন তিনি।
ওভালে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই আসে ১১০ রান। তারপর একের পর এক বড় জুটি। বড় অবদান অবশ্যই স্মিথের। শুধু সেঞ্চুরি করেছেন বলেই নয়, অসি অধিনায়ক ব্যাটিং করেছেন এক প্রান্ত আগলে রেখে। তিনি অষ্টম উইকেটে স্টার্কের সঙ্গেও ৯১ রানের জুটি গড়েন। ওয়ান ডাউনে ব্যাট করতে স্মিথ অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে অস্ট্রেলিয়াকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে যান।
শিরোনাম
- ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ
- নাটোর চিনিকলে কোটি টাকার মালামাল লুট, পুলিশ হেফাজতে ৮
- ১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো
- গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি বিরোধী নেতার
- ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ
- নেই পাকা সড়ক, পথচলায় কাঁদাই জীবনসঙ্গী
- বালিয়াকান্দিতে সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
- যুক্তরাষ্ট্রে মন্দিরে যাওয়ার পথে নিহত একই পরিবারের ৪ ভারতীয়
- টঙ্গীতে বাসায় বিস্ফোরণ: দগ্ধ চার মাসের শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে
- মানিকগঞ্জে অবহেলিত সড়ক, দুর্ভোগে ২২ গ্রামের মানুষ
- রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
- সিডনিতে “সূর্য দীঘল বাড়ি” নিয়ে ব্যতিক্রমধর্মী ‘বিগেস্ট মর্নিং টি’ আয়োজন
- ‘সিতারে জামিন পার’ দেখতে গিয়ে যে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
ওভাল টেস্ট
ফলোঅন এড়াতে লড়ছে ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর