‘কখনো ভাবিনি এমন সম্মান পাব। আমি এত বেশি আনন্দিত যেন ভাষা হারিয়ে ফেলেছি। এমন সম্মান কল্পনাও করা যায় না। খুশিতে আমার চোখে জল আসছে।’ বলছিলেন টাইগার সিমেন্ট-বাংলাদেশ প্রতিদিন বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০১৫-এর প্রথম পর্বের প্রথম পুরস্কার ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা’ বিমান টিকিট বিজয়ী রাজশাহীর মোহাম্মদ আবদুল গাফফার বুলবুল। এবারের ক্রিকেট বিশ্বকাপটা ছিল দেশবাসীর জন্য গর্বের। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছিল টাইগাররা। আর এই স্মরণীয় বিশ্বকাপকে অবিস্মরণীয় রাখতেই প্রচার সংখ্যায় দেশের শীর্ষ পত্রিকা বাংলাদেশ প্রতিদিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল আন্তর্জাতিক কনভেনশন সিটি (পুষ্পগুচ্ছ) বসুন্ধরা-২ অনুষ্ঠিত হলো সেই কুইজ প্রতিযোগিতার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কুইজ প্রতিযোগিতায় দুটি পর্ব ছিল। দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কারও ছিল ‘ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট’। পুরস্কারটি পেয়েছেন ফেনীর সুলতানা জান্নাত। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য, মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও টাইগার সিমেন্টের কর্ণধার হাজী মো. সেলিম। এছাড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, জাতীয় দলের ক্রিকেটার স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম। অনুষ্ঠানে নঈম নিজাম বলেন, ‘ক্রিকেট এখন বাংলাদেশকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে প্রতিনিয়ত। এখন আর স্বপ্ন নয়, সবই বাস্তব। বাংলাদেশ বিশ্ব মর্যাদায় আসীন। এখন ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর দেশেও প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের অধিবাসীরা।’ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন একটি ভিন্ন ধারার কাগজ। আমাদের টার্গেট ছিল সব ধরনের পাঠকের মন জয় করা। আমরা সেটা করতে পেরেছি। প্রধানমন্ত্রী থেকে শ্রমিক পর্যন্ত সবাই বাংলাদেশ প্রতিদিন পড়েন। আমরা সবার বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়েছি।’ পাঠকদের উদ্দেশে নঈম নিজাম বলেন, ‘আপনারা আমাদের পত্রিকা ভালোবাসেন, পড়েন। আপনাদের এই ভালোবাসা অব্যাহত থাকলে আমরা নিউজের মাধ্যমে আপনাদের মন জয় করার চেষ্টা করব সব সময়।’ টাইগার সিমেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘টাইগার সিমেন্ট শুরু থেকেই আমাদের সঙ্গে ছিল। আশা করি ভবিষ্যতেও থাকবে। যৌথ প্রয়াসে আমরা আরও ভালো কিছু করব।’ হাজী মো. সেলিম বলেন, ‘আগে যখন দেশের বাইরে কোথাও যেতাম অনেকেই বাংলাদেশকে চিনত না। কেউ চিনলেও ভারতের পাশের দেশ হিসেবে চিনত। তারপর বঙ্গবন্ধুর দেশ হিসেবে চেনে। আর এখন বাংলাদেশ ক্রিকেটের দেশ। এক নামে সবাই চেনে। বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে।’ গত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশের পরাজয়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমরাই চ্যাম্পিয়ন হতাম। যাই হোক, এবার হয়নি তো কী হয়েছে? একদিন সত্যি সত্যি আমরা বিশ্বচ্যাম্পিয়ন হব।’ হাজী সেলিম বলেন, ‘প্রতিদিন আমি অনেক পত্রিকা পড়ি। কিন্তু হঠাৎ কখনো যদি বাংলাদেশ প্রতিদিন না পড়ি তাহলে কেমন যেন সেদিন অতৃপ্তি লাগে।’ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘ক্রিকেট এখন বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড। আর ক্রিকেটকে আজকের অবস্থানে নিয়ে এসেছে শুধুমাত্র মাঠের খেলা নয়, বড় অবদান রয়েছে মিডিয়ার।’ কুইজ প্রতিযোগিতার প্রশংসা করেন তিনি বলেন, ‘এসব অনুষ্ঠানের মাধ্যমে পাঠকের সঙ্গে ক্রিকেটের সরাসরি যোগসূত্র তৈরি হয়।’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আরেফিন রুমী, এসআই টুটুল, আঁখি আলমগীর, রেশমী ও বাউল কালা।
শিরোনাম
- টঙ্গীতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
- সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে হেফাজতের গণমিছিল
- নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা চরম ধৃষ্টতাপূর্ণ : মামুনুল হক
- অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি : ফয়েজ তৈয়্যব
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান