দেশের বাইরে থাকায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিত থাকার কথা ছিল না। গতকাল কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন অনুশীলনে উপস্থিতও ছিলেন না তারা। শুধু এই দুই ক্রিকেটারই নন, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কাজের জন্য উপস্থিত হননি আরও চার ক্রিকেটার। ফলে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন ২১ ক্রিকেটার নিয়ে কাজ করেছেন ট্রেনার মারিও ভিলাভারায়ন।
জ্বরের জন্য অনুশীলনে আসেননি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, বাবা-মা হজে যাচ্ছেন বলে সাবি্বর রহমান রুম্মন, বিয়ের জন্য রনি তালুকদার এবং ব্যক্তিগত কাজের জন্য আসেননি আবুল হাসান রাজু।