অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে শিরোপা জিতে আশার আলো জাগিয়েছে বাংলাদেশের কিশোররা। এখন নেপালে চলছে সাফ অনূর্ধ্ব-১৯ আসর। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল নেপালে অনুষ্ঠিত গ্রুপ 'এ' ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছিল ভুটান। ফুটবলে ভুটানের অবস্থান একেবারে নড়বড়ে হলেও সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ম্যাচ হারলেও চোখে পড়ার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছে। ভুটানে এতটা ফুটবলার সঙ্কট যে বয়সভিত্তিক দল গড়তে হিমশিম খায়। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে তাই অংশ নিতে পারেনি। অনূর্ধ্ব-১৯ হলেও এটাই মূলত ভুটানের জাতীয় দল।
আগের ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-১ গোলে হার মানে ভুটান। এ ফলাফলই বলে দিচ্ছিল বাংলাদেশও জয়ের শুভ সূচনা করবে। হয়েছেও তাই। এক তরফা ম্যাচ হলেও গোল পেতে বাংলাদেশের তরুণদের অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। রোহিত সরকারের গোলে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ভুটানের রক্ষণভাগ ভেঙে পড়ে। বিরতি বাঁশি বাজার ১ মিনিট আগে মান্নাফ রাব্বি গোল করে ব্যবধান বাড়ান ২-০। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। আগামীকাল নেপালের বিপক্ষে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে লড়বে।