পর্দা নামল পেশাদার ফুটবল লিগের। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনী ম্যাচের মধ্যেদিয়ে শেষ হলো এবার ঘটনা বহুল মান্যবর প্রিমিয়ার লিগের আসর। গতবারের মতো এবারও লিগ শিরোপা জিতেছে শেখ জামাল। গত মৌসুমে ট্রফিশূন্য থাকলেও রানার্সআপের ট্রফি জিতেছে শেখ রাসেল ক্রীড়াচক্র।
প্রথম পর্বে আবাহনী ২-০ গোলে শেখ জামালকে হারালেও দ্বিতীয় পর্বে পেরে উঠতে পারেনি। নাসিরের গোলে আবাহনী এগিয়ে গেলেও পরে ডার্লিংটন ও ল্যান্ডিংয়ের গোলে শেখ জামাল ২-১ গোলে জিতে যায়।