অবশেষে বিয়ের সাতপাঁকে বাধা পড়তে চলেছেন ভারতীয় অফ স্পিনার হরভজন সিং। চলতি বছরের অক্টোবরেই তার দীর্ঘদিনের বান্ধবী মডেল গীতা বর্সার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জলন্ধরের ক্রিকেটার।
হরভজনের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৯ অক্টোবর হোটেল ক্লাব ক্যাবানায় বিবাহ অনুষ্ঠান হবে। তবে হরভজন অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলে বিয়ের দিন বদলাতে পারে। এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে দ্বীপরাষ্ট্র সফর করছেন পঞ্জাব অফ-স্পিনার। গলে প্রথম টেস্টে পারফর্ম করতে না-পারায় পি সারা ওভালে চলতি দ্বিতীয় টেস্টের দলে সুযোগ হয়নি হরভজনের। সিরিজের শেষ টেস্টেও একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। শ্রীলঙ্কা সফরে শেষে হরভজন দেশে ফেরার পরই তার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে জানিয়েছেন তার খুড়ততো ভাই গুরপ্রীত ভিকি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/মাহবুব