সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেন সুইস লেজেন্ড ফেদেরার। আর ইউক্রেনের আলেজান্দ্রো দোলগোপোলোভকে হারিয়ে ফাইনালে উঠেন সার্বিয়ান জোকোভিচ।
গত সপ্তাহে ফেদেরারকে হটিয়ে পুরুষদের টেনিসে বিশ্বের দুই নম্বর জায়গাটি অধিকারে নিয়েছেন মারে। সেমিফাইনালে তার সাথেই দেখা হয় ফেদেরারের। আর দারুণ লড়াইয়ের ম্যাচটি ফেদেরার জিতেছেন ৬-৪, ৭-৬ (৮-৬) এ। প্রথম সেটটা জিততে অত কষ্ট হয়নি। কিন্তু দ্বিতীয় সেটে হয়েছে দারুণ লড়াই। তারপরও এক ঘণ্টা ৩৭ মিনিটে ম্যাচটা জিতে নিয়েছেন সুইস তারকা। এই ব্রিটনের বিপক্ষে তার জয়ের রেকর্ড এখন ১৪-১১। মারের বিপক্ষে শেষ ৫ ম্যাচই জিতলেন ফেদেরার। টানা ১০ সেট জিতেছেন তিনি। শেষবার মারের কাছে ফেদেরার হেরেছেন ২০১৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে। প্রথম সেটটা এদিন জিততে ৩৪ মিনিট লেগেছে তার। তিনি দুই নম্বর জায়গায় আবার চলে আসতে পারেন। তবে তা করতে ফাইনালে জকোভিচকে হারাতে হবে।
এদিকে, সেমিফাইনালের অন্য ম্যাচে আলেজান্দ্রর বিপক্ষে জোকোভিচ জিতেছেন ৪-৬, ৭-৬, ৬-২ এ। প্রথম সেটটা হেরে ভয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ। কিন্তু সেই ভয় কাটিয়ে পরের দুই সেট জিতে নেন তিনি। এই প্রতিযোগীর বিপক্ষে পাঁচ দেখায় শতভাগ জয়ের সাফল্য এখন জোকোভিচের। এই আসরের ফাইনালে জিতলে প্রথম খেলোয়াড় হিসেবে নয় মাস্টার্সের সবগুলোতে জয়ের রেকর্ড গড়বেন তিনি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট ২০১৫/শরীফ