আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেয়া এবং এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপিত করবে না ভারত। একথা পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই'র সম্পাদক অনুরাগ ঠাকুর।
আজ রবিবার এক টু্ইটার বার্তায় ঠাকুর লিখেছেন, 'দাউদ করাচিতে। সেখানকার নেতারা এখানকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করতে চায়। শান্তির বিষয়ে সত্যিই কি আপনারা আন্তরিক এবং আশা করছেন আমরা আপনাদের সঙ্গে ক্রিকেট খেলব?'
চলতি বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে ভারতের একটি সিরিজ খেলার কথা রয়েছে। তবে সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হতে পারে না বলে পরিস্কার বলে দিয়েছেন ঠাকুর। সূত্র : বাসস
বিডি-প্রতিদিন/২৩ অাগস্ট ২০১৫/শরীফ