জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদারের বৌভাতে হাসি-আনন্দে সময় কাটালেন জাতীয় ক্রিকেট দলের তারকারা। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে শনিবার রাতে বৌভাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় দলের লিটন দাস, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাসির হোসেন, মমিনুল, মোহাম্মদ শহীদ।
অনুষ্ঠানে অংশ নিয়ে ফটোসেশন, আড্ডা আর হাসি-তামাশায় মেতে ওঠেন টাইগাররা।
এ ছাড়া রাজনীতিকদের মধ্যে ছিলেন, সংসদ সদস্য শামীম ওসমান, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ। এছাড়া এক সময়ের খ্যাতনামা ক্রিকেটার সাবেক উইকেটকিপার জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহ-সভাপতি কুতুবউদ্দিন আকসির, এজেডএম ইসমাইল বাবুল, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ইব্রাহিম চেঙ্গিস প্রমুখ উপস্থিত হয়েছিলেন নবদম্পতিকে আশির্বাদ করতে।
গত ৩১ জুলাই বিয়ের পিঁড়িতে বসেন সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট কাঁপানো এই ডানহাতি ব্যাটসম্যান। রনির স্ত্রীর নাম স্মৃতি মণ্ডল। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা কামালপুর এলাকার প্রয়াত চিন্তাহরণ মণ্ডলের মেয়ে। তিনি নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছেন।
পারিবারিকভাবে প্রায় এক বছর আগেই কনে ঠিক করে রাখা হয়েছিল। তবে রনি তালুকদারের জাতীয় দলে খেলা এবং ব্যক্তিগত নানা কারণে এতদিন বিয়ের বিষয়টি আটকে ছিল।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        