সাম্প্রতিক সময়ে টেনিস কোর্টে দ্বৈত ইভেন্টে দাপটের সঙ্গে পথ হাঁটছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। কিন্তু এই দাপুটে জুটির স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিলেন চাইনিজ তাইপের দুই বোন হাও-চিং ছান ও ইয়াং-জান ছান। এই জুটির কাছে হেরে সিনসিনাতি মাস্টার্স টেনিসের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটির। থামতে হয়েছে ফাইনাল থেকে এক ম্যাচ আগে।
যুক্তরাষ্ট্রে চলমান এই আসরের প্রমীলা দ্বৈতের সেমিফাইনালে জয়ের আশা নিয়ে কোর্টে নেমেছিল সানিয়া-হিঙ্গিস জুটি। তাদের প্রতিপক্ষ ছিলেন হাও-চিং ছান ও ইয়াং-জান ছান। একেবারেই সাদামাটা জুটি। কিন্তু ম্যাচে শেষ অবধি ৪-৬, ৬-০, ৬-১০ সেটে হেরে গেছেন সানিয়ারা।
চলতি বছরের শুরুর দিকেই সানিয়া-হিঙ্গিসের কাছে হেরেছিলেন তাইপের এই দুই বোন। সিনাসিনাতি মাস্টার্সের সেমিতে যেন সেই হারের প্রতিশোধ নিয়েছে হাও-চিং ছান ও ইয়াং-জান ছান জুটি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/ এস আহমেদ