আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। ক্রিকেট ফিরেছে প্রায় সাত বছর পর। জিম্বাবুয়েকে বেশ ভালো আতিথিয়েতা দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে অপরাপর দলগুলোকে। এরইমধ্যে পিসিবি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বিসিবিকে। আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ মহিলা দলকে পাঠানোর। না করেনি বিসিবি। মহিলা ক্রিকেট দল পাঠানোর আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে বিসিবি। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এরইমধ্যে পিসিবিকে একটি মেইল পাঠিয়েছে বিসিবি। পিসিবি সময় জানালেই চার সদস্যের পর্যবেক্ষক দল ঢাকা ছাড়বে।
বাংলাদেশ মহিলা ক্রিকেট পাকিস্তান সফর করবে, এটা এখন সময়ের ব্যাপার। তবে কতগুলো ম্যাচ খেলবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি। আইটিনারি চূড়ান্ত করার আগে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হতে চাইছে বিসিবি। কাল মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন বলেন, 'শিগগিরই আমাদের একটি পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করবে। তারা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখবে। পর্যবেক্ষক দলে বিসিবির একজন সদস্যও থাকবেন। চার সদস্যের রিপোর্টের উপর নির্ভর করবে মহিলা ক্রিকেটারদের সফর।' পিসিবি চাইছে করাচিতে খেলাগুলো আয়োজনের। কিন্তু বিসিবি চাইছে লাহোরে খেলতে। ভেন্যু নিয়ে বিসিবি সিইও বলেন, 'পাকিস্তান চাইছে বাংলাদেশ যেন করাচিতে ক্রিকেট খেলে। কিন্তু আমরা চাইছি লাহোরে খেলতে। ভেন্যু নিশ্চিত হয়নি বলেই পর্যবেক্ষকরা করাচি ও লাহোর পরিদর্শন করবেন।' উল্লেখ্য, জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে লাহোরে। এর আগে বাংলাদেশ থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের নিরাপত্তা দেখতে গিয়েছিল। তারপরও পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ দল।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        