মাঠে বসে বসে এক নয়, দুই নয় একেবারে ৩০ লাখ টাকা জিতে ফেললেন এক দর্শক। নিউজিল্যান্ডে লিমিটেড ওভার ক্রিকেটে একটি প্রতিযোগিতা এখন চালু রয়েছে। গ্যালারিতে বসে ক্যাচ ধরলেই দর্শক পাবেন ২৬,৪০০ পাউন্ড।
বাংলাদেশি টাকায় তা ৩০ লাখ ২৮ হাজারের সামান্য বেশি। ডুনেডিনে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ চলাকালে মার্টিন গাপটিলের একটি ক্যাচ ধরেই একেবারে লাখপতি বনে গেলেন এই দর্শক।
এক হাতে ক্যাচ ধরে সবাইকে চমকে দেন ওই দর্শক। ক্যাচটা ধরার পরেই স্বভাবতই আনন্দে লাফাতে থাকেন তিনি। কারণ পুরস্কারের বিষয়টা তো আগের থেকেই সবার জানা ছিল।
বিশাল অঙ্কের প্রাইজমানি জেতার পর ওই দর্শক বলেন, এই রকম একটা ক্যাচ আমি বড়দিনের আগে দু'হাতে মিস করেছিলাম। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি ক্যাচটা ধরেছি, তবে ক্যাচ ধরার এই অনুভুতিটা কিন্তু দারুণ।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৮/আরাফাত