আপাতত খেলা থেকে বিরতিতে রয়েছেন বিরাট কোহলি। কিছুদিন পরই শুরু হচ্ছে আইপিএল। আর তার আগেই মাঠের বাইরে নজর কাড়লেন বিরাট কোহলি। কারণ এবার বিশ্বের সেরা ওয়ানডে তারকার মোমের মূর্তি জায়গা করে নিচ্ছে মাদাম তুসোর মিউজিয়ামে।
কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনালদো, শচীন টেণ্ডুলকরের মতো খেলার দুনিয়ার বিশ্বখ্যাত তারকাদের মোমের মূর্তি স্থান পেয়েছে দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে। এবার সেই তালিকায় নতুন সংযোজন কোহলি। এ শহরেই জন্ম ও বড় হয়ে ওঠা। তাই নিজের শহরের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত ভারত নেতা।
এ প্রসঙ্গে বিরাট জানান, “মাদাম তুসোর মতো বিখ্যাত মিউজিয়ামে ষষ্ঠ অ্যাথলিট হিসেবে ঠাঁই পেয়েছি। নিঃসন্দেহে যা অত্যন্ত সম্মানের। এই স্মৃতি সারাজীবন সঙ্গে থাকবে। মাদাম তুসোর গোটা টিমকে তাঁদের ধৈর্যের জন্য ধন্যবাদ দিতে চাই।”
জানা গেছে, বিরাটের মোমের রেপ্লিকা তৈরি করতে লন্ডন থেকে উড়ে এসেছিলেন শিল্পীরা। তার শরীরের প্রায় ২০০ রকমের মাপ নিয়ে তৈরি করা হয়েছে মূর্তি। যাতে একেবারে নিখুঁত বিরাট কোহলিকেই দেখতে পান তাঁর অনুগামীরা। শীঘ্রই সাধারণের জন্য সেই মূর্তি উন্মোচন করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর