বল বিকৃতি কাণ্ডে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু কেপটাউন টেস্টেই প্রথম নয়, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ম্যাচে একই কাণ্ড ঘটিয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার। এমনই বিস্ফোরক দাবি করেছেন অস্ট্রেলিয়ারই এক দৈনিক। সেদেশের টেস্ট আম্পায়ার ডারেল হার্পারের একটি মেল প্রকাশ করেছে তারা।
টেস্ট আম্পায়ার হিসেবে যথেষ্ট নামডাক আছে অস্ট্রেলিয়ার ডারেল হার্পারের। স্বদেশীয় দৈনিকে প্রকাশিত ই-মেলে সাবেক এই আম্পায়ার জানিয়েছেন, ২০১৬ সালে শেফিল্ড শিল্ডের ভিক্টোরিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ম্যাচে বল বিকৃতির জন্য স্মিথ ও ওয়ার্নারকে সতর্ক করেছিলেন তিনি। সেদিনের ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন হার্পার।
তার দাবি, ম্যাচ রেফারিকে নাকি পাত্তা দেননি স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ঘটনাটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যাচ রেফারি ও আম্পায়ার নির্বাচন কমিটির ম্যানেজার সাইমন টফেলকে জানিয়েছিলেন হার্পার। ডারেল হার্পার জানিয়েছেন, দলের হার বাঁচাতে ম্যাচের মাঝে কিউরেটরকে দিয়ে পিচের চরিত্র বদলে ফেলার চেষ্টা করছিলেন স্মিথ ও ওয়ার্নার। বল বিকৃতির চেষ্টা করেছিলেন সেই দুই তারকা অজি ক্রিকেটার।
কেপটাউনের ঘটনায় তিনি যে আদৌও অবাক নন, তাও জানিয়েছেন সাবেক আম্পায়ার ডারেল হার্পার। তিনি বলেন, ‘ব্যানক্রফটকে দিয়ে তারা কুকর্মটি করিয়েছেন। শাস্তি তো পেতেই হত। তবে শাস্তিটা বেশি হয়ে গেছে কি না তা নিয়ে আমার কোনও বক্তব্য নেই।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর