বল টেম্পারিং-এর সাথে জড়িত থাকার দায়ে এক বছরের জন্য ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। তার সাথে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সাবেক হয়ে যাওয়া অসি দলের স্টিভেন স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় সিএ। ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্যানক্রফটও। নিষিদ্ধ হবার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারবেন না স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়েছেন তারা।
দেশে যাবার পথে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেইজে একটি বার্তা দিয়েছেন ওয়ার্নার। এমন কেলেঙ্কারীর জন্য অনুতপ্ত হয়ে ওয়ার্নার টুইট করে বলেছেন, ‘অস্ট্রেলিয়া ও বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের বলছি- আমি এখন সিডনিতে নিজের গন্তব্যে যাচ্ছি। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, ভুল করেছি। এমন ভুলের জন্য আমি অনুতপ্ত এবং এর দায়দায়িত্ব নিচ্ছি। আমি বুঝতে পেরেছি এটি খেলা ও এমন নোংরামি ভক্তদের জন্য পীড়াদায়ক। আমাদের সবার ভালোবাসার খেলার ওপর এটি একটি কলঙ্কের দাগ এবং ছেলেবেলা থেকেই আমি ক্রিকেট ভালোবাসি। আমার একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। এজন্য পরিবার, বন্ধুবান্ধব ও বিশ্বস্ত পরামর্শদাতাদের সঙ্গে সময় কাটানো দরকার আমার। কিছুদিনের মধ্যে তোমরা আমার কাছ থেকে ভালো কিছু শুনতে পাবে।’
শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটই নয়, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারবেন না স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট। তাই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে না স্মিথ-ওয়ার্নার শো।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/এনায়েত করিম