বল টেম্পারিংয়ের শাস্তি পর্যালোচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি অস্ট্রেলিয়া দলের বল টেম্পারিংয়ের ঘটনার পর এ পর্যালোচনার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে বল টেম্পারিং করায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এ ছাড়া ওপেনিং ব্যাটসসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করেছে নয় মাসের জন্য।
বিদ্যমান আরচরণ বিধি অনুযায়ী বল টেম্পারিংয়ের অপরাধে কোনো খেলোয়াড়কে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা ও এক ম্যাচের বেশি নিষিদ্ধ করতে পারে না আইসিসি। কিন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এ তুলনায় অনেক বেশি শাস্তি দিয়েছে তিন খেলোয়াড়কে।
আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, ‘আমরা অনুধাবন করতে পারছি যে, কেবল অস্ট্রেলিয়া নয় পুরো ক্রিকেট বিশ্বই বল টেম্পারিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এটাই ক্রিকেটের স্পিরিট।’
‘আমি অবশ্যই স্বীকার করছি, ব্যক্তিগতভাবে এটা আমার চোখ খুলে দিয়েছে। দেয়া শাস্তি বিশেষ করে বল টেম্পারিংয়ের বিষয়ে আমাদের দৃষ্টি দেয়া প্রয়োজন।’
‘পুরো বিশ্বেই বল টেম্পারিং প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়। আমি মনে করছি বিষয়টি নিয়ে আমাদের আবারো চিন্তা করা উচিত এবং এ থেকেই পর্যালোচনার বিষয়টি আসছে।’
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/এনায়েত করিম