রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক বিরতি শেষে নিজ নিজ ক্লাবের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
বৃহস্পতিবার রিয়ালের প্রথম অনুশীলন সেশনে যোগ দেন রোনালদো। এসময় জিদান আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা সকল খেলোয়াড়দের স্বাগত জানান।
এদিকে, পর্তুগালের হয়ে দুই ম্যাচেই মাঠে নামা রোনালদোকে শনিবার লাস পালমাসের বিপক্ষের ম্যাচে মাঠে নামানো হবে না। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হবে তাকে।
অন্যদিকে খেলতে না পারলেও আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা লিওনেল মেসিও যোগ দিয়েছেন বার্সেলোনার অনুশীলনে। এসময় তাকে কিছুটা ফুরফুরে মেজাজে দেখা গেছে। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার মতে শনিবার সেভিয়ার বিপক্ষে কাতালানদের হয়ে মাঠে নামতে পারেন তিনি।
উল্লেখ্য, চলতি মৌসুমের লা লিগায় ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন লিওনেল মেসি। অন্যদিকে, ২২ গোল নিয়ে মেসির পরেই অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ওয়াসিফ