সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ প্রতিদিন। আজ শুক্রবার সকালে মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেইলি নিউ নেশনকে ২৪ রানে হারিয়েছে তারা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ৪৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ প্রতিদিন। ৫০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রতিদিনের বোলারদের তোপের মুখে মাত্র ২৫ রানেই গুটিয়ে যায় নিউ নেশন।
অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সাখাওয়াত কাওসার। দলের অন্যান্য খেলোয়াররা হলেন- মেজবাহউল হক, মানিক মুনতাসির, মাহমুদ আজহার, আকতারুজ্জামান, আরাফাত মুন্না, শফিকুল ইসলাম সোহাগ, শামীম আহমেদ, রুকনুজ্জামান অঞ্জন।
এছাড়া দলের কোচের দায়িত্বে ছিলেন আসিফ ইকবাল।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/এনায়েত করিম