বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে না ডেভিড ওয়ার্নারকে। তবে সুযোগ পেলে শিখর ধাওয়ানের সঙ্গে ওয়ার্নারের জায়গায় ওপেনিং করতে পিছু পা হবেন না ঋদ্ধিমান সাহা। বৃহস্পতিবার এমনটাই জানালেন তিনি।
এ ব্যাপারে ঋদ্ধি বলেন, ‘‘টিম ম্যানেজমেন্ট আমাকে ওপেন করাতে চাইলে অবশ্যই আমি করব। পরের দিকে নামতে হলেও আমার কোনো অসুবিধা নেই। দলের প্রয়োজনে যেকোনো জায়গায় আমি খেলতে প্রস্তুত।’’
তিনি আরও বলেন, ‘‘ওয়ার্নারের অবদানকে অস্বীকার করার কোনো জায়গা নেই। গত চার বছর ধরে ও নিয়মিত পারফর্ম করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দলকে ভরসা দিয়েছে। সেই জায়গা পূরণ করতে একটু সমস্যা হতে পারে।’’
এদিকে, ওয়ার্নারের জায়গায় হায়দরাবাদ দলে যেগ দিয়েছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা। ঋদ্ধির মতে কুশলই হয়ে উঠতে পারেন হায়দরাবাদের অন্যতম ‘ম্যাচ উইনার’। ঋদ্ধির প্রতিক্রিয়া, ‘‘কুশল প্রতিভাবান ব্যাটসম্যান। ভাল ফর্মে রয়েছে। ওয়ার্নারের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারবে কি না বলা কঠিন। তবে একার হাতে ম্যাচ জেতানোর দক্ষতা আছে কুশলের।’’
বিডি প্রতিদিন/৩০ মার্চ, ২০১৮/ওয়াসিফ