ভারতের সাবেক ক্রিকেটার তথা পাঞ্জাব সরকারের মন্ত্রী নভোজ্যোত সিং সিধুর দু’টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল দেশটির আয়কর দপ্তর। সিধুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তার ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।
জানা গেছে, ৫২ লক্ষ টাকা কর ফাঁকি দিয়েছেন সিধু এবং সেই টাকা নিজের বিলাসবহুল জীবন যাপনে ব্যয় করেছেন তিনি। আয়কর দপ্তর সূত্রের খবর, ৫২ লক্ষের মধ্যে পোশাকের পেছনে খরচ করেছেন প্রায় ২৩ লক্ষ টাকা, বিভিন্ন সফর এবং ভ্রমণের পেছনে খরচ হয়েছে প্রায় ৩৮ লক্ষ টাকা, নিজের অধীনস্ত কর্মীদের বেতন দিতে খরচ করেছেন ৪৭ লক্ষ এবং গাড়ির তেলের পেছনে খরচ হয়েছে ১৭ লক্ষের বেশি টাকা।
আয়কর দপ্তর লক্ষ্য করেছে, আয়করের মূল্যায়ণ পদ্ধতির সময় কংগ্রেসের এই নেতা বিভিন্ন নথি এবং খরচের সঠিক তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছেন। কী কারণে তিনি বিপুল অর্থের টাকা খরচ করেছেন সে বিষয়েও কিছু জানাতে পারেননি তিনি আয়কর দপ্তরকে। সে কারণেই আয়কর দপ্তর সিধুর দু’টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে। খতিয়ে দেখা হচ্ছে সিধুর স্ত্রীর সম্পত্তিও।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর