জিম্বাবুয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে উঠতে ব্যর্থ। দলের হতশ্রী পারফরম্যান্সে হতাশ বর্তমান থেকে সাবেক সব ক্রিকেটার। এবার অধিনায়ক থেকে শুরু করে পুরো কোচিং স্টাফকে একযোগে বরখাস্ত করেছে বোর্ড।
দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে। সুপার সিক্সের শেষ ম্যাচে সংযু্ক্ত আরব আমিরাতের কাছে ৩ রানে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
১৯৭৯ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে থাকছে না জিম্বাবুয়ে। ব্যর্থতার দায়ে হেডকোচ হিথ স্ট্রিককে কোচিং স্টাফ ও অধিনায়কসহ পদত্যাগ করতে বলে বোর্ড।
তবে পদত্যাগে রাজি হননি স্ট্রিক। বরখাস্তের তালিকায় স্ট্রিক ছাড়াও আছেন অধিনায়ক ক্রেমার, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হন্ডো ও প্রধান নির্বাচক তাইবু।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত