ফের প্রকাশ্যে বল বিকৃতির নতুন ফুটেজ। এবার অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় টেস্টের প্রথম দিনের একটি ফুটেজ প্রকাশ পেয়েছে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বোলিংয়ের সময় পা দিয়ে বল মারিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তবে ইচ্ছাকৃত ভাবে বলে পা দিয়েছেন কিনা সেটা ভিডিওতে স্পষ্ট নয়। ভিডিও প্রকাশের পরই এই ঘটনাকে বল বিকৃতির সাথে তুলনা করছেন অনেকে।
কেপটাউন টেস্টের প্রথম দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় ৫৩তম ওভারে প্যাট কাসিন্সের বলে বোলার দিকে শট মারেন ওপেনার ডিন এলগার। বল বাঁ-হাতি ব্যাটসম্যান এলগারের ব্যাটে লেগে বল কামিন্সের পায়ের কাছে এসে লাগে।
এরপর বল হাত দিয়ে আটকানোর সুযোগ থাকলেও বাঁ-পা দিয়ে বল মারেন দেন অজি পেসার। বলে পা দেওয়ায় বুটের স্পাইকে বলের বিকৃতি হওয়াটাই স্বাভাবিক। তবে এই ঘটনার পর অনফিল্ড দুই অ্যাম্পায়ার বলের আকৃতি পরীক্ষা করে কোনও পরিবর্তন লক্ষ্য না করায় ওই বলেই খেলার অনুমতি দেন।
কেপটাউন টেস্টের প্রথম দিনের শেষ বেলার প্রেস কনফারেন্সেও পা দিয়ে বল মারার ঘটনা নিয়ে প্রশ্নও তোলা হয়। যদিও কামিন্স ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলেই ব্যাখা করেন।
এরপর কেপটাউন টেস্টের তৃতীয় দিন শিরীষ কাগজ জাতীয় টেপের অংশ দিয়ে বল বিকৃতি করে ক্যামেরায় ধরা পড়েন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। সেই ঘটনা পরিকল্পিতভাবেই করা হয় বলে প্রমাণিত হয়। এই ঘটনায় অস্ট্রেলিয়ার অধিনায়ক, সহ-অধিনায়ক এবং কোচ পদত্যাগ করেছেন। শাস্তি হিসেবে তিন ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত