ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে দুই-তিন সপ্তাহের মধ্যেই মাঠে মাঠে দেখা যাবে বলে জানিয়েছেন পিএসজি’র কোচ উনাই এমেরি। শুক্রবার নেইমারের এই ক্লাব কোচ আরও বলেন, মাঠে ফেরা নিয়ে নেইমারের সঙ্গে তার কথা হয়েছে। ব্রাজিলিয়ান এই তারকা কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরা নিয়ে কোচকে আশ্বস্ত করেছেন।
জানা গেছে, পিএসজি কোপা দে ফান্সের ফাইনালে উঠলে ৮ মে ফাইনাল ম্যাচে নামতে পারেন নেইমার। এর আগে নেইমার পুরোপুরি ফিট থাকলে ১৮ এপ্রিল কোপা দে ফ্রান্সের সেমিফাইনালেও পিএসজি’র জার্সিতে তাকে দেখা যেতে পারে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি মার্সেই বিরুদ্ধে পিএসজি’র হয়ে খেলার সময় গোড়ালিতে মারাত্মক চোট পান নেইমার। তারপর থেকেই মাঠের বাইরে আছেন এই তারকা ফুটবলার। শুধু তাই নয় ১৪ জুন থেকে রাশিয়ার মাঠিতে আয়োজিত হতে চলা রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়। অস্ত্রোপচারের পর ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেও বাদ পড়েন এই ফুটবল নক্ষত্র।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/ওয়াসিফ