অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কাণ্ডে বিশ্ব ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। এই কেলেঙ্কারিতে এরই মধ্যে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন অজি অধিনায়ক স্মিথ। কিন্তু ঠিক তখনই একজন ক্রিকেটার হিসেবে স্মিথদের জন্য দুঃখ প্রকাশ করলেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেই সিডনি বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য প্রাক্তন অজি অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেঁদে ফেলেন এবং নিজের দোষ স্বীকার করেন। আবার দেশকে নেতৃত্ব দেওয়ার আশা নিয়ে স্মিথ বলেন, ‘অস্ট্রেলিয়ার নেতা হিসেব সমস্ত দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। অন্য কারো উপর দোষ চাপাতে চাই না। আমি বড় ভুল করেছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আশা করি আমাকে একদিন ক্ষমা করে দেওয়া হবে৷তবে এর জন্য সারা জীবন আমার অনুতাপ হবে। যদিও ঘটনার ভালো দিক হলো, আশা করি এখান থেকে অন্যরা শিক্ষা নেবে। দেশকে নেতৃত্ব দেওয়াটা গর্বের। আশা করি আবার দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাব।’
এরপর আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টুইট করেন, ‘এয়ারপোর্টে স্মিথের দেওয়া সাক্ষাৎকারের ভিডিওটি আমাকে নাড়িয়ে দিল। স্পিরিট অব দ্য গেম সবচেয়ে জরুরি বিষয়। কিন্তু ওরা একটা ভুল করেছে ও সেটা মেনে নিয়েছে। এখানে বসে অস্ট্রেলিয়া বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু মন্তব্য করা আমার জন্য ঠিক নয়। কিন্তু স্মিথরা গ্রেট প্লেয়ার তাই শুধুমাত্র এই ঘটনা দিয়ে ওদের মূল্যায়ণ একেবারেই ঠিক নয়।’
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৮/ওয়াসিফ